শুক্রবার, ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
মান্দা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর মান্দায় বজ্রপাতের ঘটনায় তিনটি গরুসহ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম মোহিনী মোহন প্রামানিক (৭০)। তিনি গোবিন্দপুর গ্রামের রাহুল চন্দ্র প্রামানিকের ছেলে।
মোহিনী মোহন প্রামানিকের ছেলে অসীম প্রামানিক জানান, শুক্রবার দুপুরে আকাশ কালো মেঘে ঢেকে যায়। একই সঙ্গে বৃষ্টিও শুরু হয়। বৃষ্টির অবস্থা দেখে বাবা মোহিনী মোহন বাড়ির উঠানে থাকা গরুগুলো গোয়ালঘরে তোলার জন্য যান। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার সঙ্গে থাকা তিনটি গরুও এসময় মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল।
সানশাইন / শা্জাদা মিলন