সর্বশেষ সংবাদ :

সেই হাসিনুরের বিরুদ্ধে রাজশাহীতে মামলা

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকীর বিষয়ে ইউটিউব এবং একটি অনলাইন নিউজ পোর্টালে আপত্তিকর ও মানহানিমূলক বক্তব্যের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে রাজশাহীতে।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বাদী হয়ে বুধবার বিকালে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন। আদালতের বিচারক জিয়াউর রহমান অধিকতর তদন্তের জন্য অভিযোগটি আরএমপির বোয়ালিয়া মডেল থানায় পাঠানোর আদেশ দেন।
মামলার বাদী আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার বুধবার রাতে জানান, হাসিনুর রহমান একটি ইউটিউব চ্যানেল ও একটি অনলাইন চ্যানেলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য প্রচার করেন। তিনি প্রতিকার চেয়ে সাইবার আদালতে মামলাটি করেছেন। তার বিরুদ্ধে আরও কয়েকটি স্থানে মামলা হয়েছে।


প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২২ | সময়: ৫:৪১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর