সর্বশেষ সংবাদ :

এসএসসি পরীক্ষার্থী জাহিদুল খুন ,কথিত প্রেমিকা ও তার ভাই আটক

বাগাতিপাড়া প্রতিনিধিঃ

নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি পরীক্ষার্থী জাহিদুলের খুনের ঘটনায় কিশোরী কথিত প্রেমিকা ও তার বড় ভাই রেজাউল করিমকে আটক করেছে পুলিশ। এছাড়া জাহিদুলের মোবাইল ফোনটি প্রেমিকার বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, গত রোববার সকালে বাগাতিপাড়ার কাকফো এলাকা থেকে জাহিদুলের লাশ উদ্ধারের পর মঙ্গলবার সদর উপজেলার মোমেনপুর থেকে আটক করা হয় প্রেমিকার ভাই কলেজ ছাত্র রেজাউলকে।

 

 

 

পরে রেজাউলের তথ্য অনুযায়ী তাদের বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয় মোবাইল ফোনটি। এছাড়া জাহিদুলের নবম শ্রেনীতে পড়া কথিত সেই প্রেমিকাকে গত সোমবার (২৯ আগস্ট) বিকালে আটক করে নারী ও শিশু আদালতে তোলে পুলিশ। এসময় বিচারক বয়স বিবেচনায় সেফ কাস্টডিতে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য,গত ২৮ অক্টোবর সকালে উপজেলার সীমান্তবর্তী কাফকো গ্রামের ফসলি জমি থেকে জাহিদুল’র (১৭) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের মা জাহেদা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী।

সানাশাইন/তৈয়ব


প্রকাশিত: আগস্ট ৩১, ২০২২ | সময়: ৮:৫৬ অপরাহ্ণ | Daily Sunshine