বুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১২ই আশ্বিন, ১৪৩০ বং।
নিয়ামতপুর প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুর সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলমকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৩১ আগষ্ট) বেলা ৪টায় সহকারী কমিশনার (ভূমি) র নিজস্ব কার্যালয়ে নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এক নান্দনিক পরিবেশে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনি আহমেদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি জাবেদ আলী, সাংগঠনিক সম্পাদক সাহান সা, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য সিরাজুল ইসলাম, মেহেদী হাসান। অনুষ্ঠানে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি)কে উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, নিয়ামতপুরে উন্নয়নে সহকারী কমিশনার (ভূমি) যে ভূমিকা রেখেছেন, তা আমরা কখনো ভুলব না। তিনি উপজেলার সামগ্রিক উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করেছেন। তিনি সাধারণ মানুষের অনেকটাই মন জয় করে নিয়েছেন। তাঁর কর্মগুণের কারণে নিয়ামতপুর উপজেলাবাসী তাকে আজীবন মনে রাখবে।
সানশাইন/তৈয়ব