রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর বাজারের ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে তিনজন ব্যবসায়ীর নিকট থেকে ১ হাজার করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান।
প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ অনুযায়ী ডিলিং লাইসেন্স না থাকায় তিন ব্যবসায়ীর নিকট থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনটি ব্যবসা প্রতিষ্ঠান হলো রহমান ইলেকট্রিক, গ্রাম বাংলা ট্রেডার্স এবং মেসার্স জামাল মেশিনারিজ।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান বলেন, সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে প্রয়োজনীয় কাগজপত্রাদী না থাকায় ওই ব্যবসায়ীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মূলত ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করা হয়। সেই সাথে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সানশাইন / শাহ্জাদা মিলন