শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: বার্মিংহাম কমনওয়েলথ গেমসে নিজেদের খেলায় অংশ না নিয়ে আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ টেবিল টেনিসের দুই নারী খেলোয়াড় সোনাম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌ। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুজনকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন।
এই দুই ক্রীড়াবিদ ঘরোয়া ও আন্তর্জাতিক কোনও ইভেন্টেই অংশ নিতে পারবেন না। জানা যায়, গত ৫ আগস্ট দুজনের দ্বৈত ও মিশ্র ইভেন্টে খেলা ছিল। তারা দুইজন না খেলে বাইরে ছিলেন। ফলে ম্যাচটি ওয়াকওভার হয়। গেমস ভিলেজ থেকে বেরিয়ে তারা লন্ডনে আত্মীয়ের বাসায় বেড়াতে যান।
এর আগের দিন সোমার খেলা ছিল। কিন্তু ইনজুরির কারণে বিকালের ম্যাচ ওয়াকওভার দেন। অলিম্পিক ভিলেজের চিকিৎসক তাকে দেখে বিশ্রাম নেওয়ার কথা জানান। পরের দিন অনায়াসে ম্যাচ খেলার সুযোগ ছিল। কিন্তু গেমস ভিলেজ থেকে বেরিয়ে তারা লন্ডন চলে যান। দুজনের সঙ্গে অনেকবার যোগাযোগ করেও খবর নিতে পারেননি কর্মকর্তারা। ফেডারেশন তাদের কাছে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। কিন্তু ৭২ ঘণ্টা পরও তাদের থেকে কোনও উত্তর পাওয়া যায়নি। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শেষ পর্যন্ত তাদের নিষিদ্ধ করে ফেডারেশন।