বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
সাপাহার প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় সাদিয়া (২১) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া স্বামী আরিফ গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকেউপজেলার গোডাউন পাড়া মোড় এলাকায়। নিহত সাদিয়া পাশর্^বর্তী পোরশা উপজেলার সরাইগাছী গ্রামের আরিফ শেখের স্ত্রী।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে সাদিয়া ও তার স্বামী আরিফ শেখ মোটরসাইকেল যোগে পত্নীতলা উপজেলার দিবর এলাকায় আত্মীয়ের বাড়ী বেড়াতে যায়। সন্ধ্যায় তারা বাড়ী ফেরার পথে সাপাহার উপজেলার গোডাউন পাড়া মোড়ে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তারা স্বামী-স্ত্রী ছিটকে রাস্তায় পড়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক স্ত্রী সাদিয়াকে মৃত ঘোষণা করেন। অপরদিকে স্বামী আরিফ শেখ গুরুতর আহত হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে নিহত পক্ষের লোকজন মামলা করতে অস্বীকার করলে মামলা নেওয়া হয়নি বলে তিনি জানান।