বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: মোহনপুর উপজেলা কৃষকলীগ মৌগাছী ইউনিয়ন শাখা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলার শহীদদের স্মরণে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মো. মোজাম্মেল হকের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় অতিথি ছিলেন মোহনপুর উপজেলা কৃষকলীগ সভাপতি মো. মহসীন আলী, সাধারণ সম্পাদক মো. আলী হোসেন মোল্লা, মৌগাছী ইউপি’র চেয়ারম্যান আল আমিন বিশ্বাস, মৌগাছী ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলতাব হোসেন, মৌগাছী ইউনিয়ন যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, মোহনপুর উপজেলা মো. মোরশেদ আলম প্রমুখ।