সর্বশেষ সংবাদ :

গোমস্তাপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক স্কুল ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে মূল অভিযুক্তকে আটক করছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরিপুর গ্রাম থেকে খায়রুলের ছেলে সাকিবকে (১৫) আটক করা হয়।
এর আগে ওই কিশোরীর পিতা বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তাকে আটক করে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার জানান, এ ঘটনায় আটক সাকিবকে মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত রোববার ওই স্কুল ছাত্রীকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় তাকে বাড়িতে নিয়ে ধর্ষণ করে সাকিব।


প্রকাশিত: আগস্ট ৩১, ২০২২ | সময়: ৬:১৬ পূর্বাহ্ণ | সুমন শেখ