রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর: আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থীতা ঘোষণা করেছেন দুর্গাপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাপ হোসেন। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে ভোটারদের কাছে তুলে ধরেন।
গোলাপ হোসেন বলেন, জেলা পরিষদ থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নানা ধরনের উন্নয়নমুলক কাজ করা হয়। সেদিক থেকে আমাদের এলাকা অনেকটায় বঞ্চিত। আমি চাই এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে। সেই বাসনা থেকেই এই নির্বাচনে অংশ নেয়া।
তিনি আরো বলেন, জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত হন। এলাকার উন্নয়নে এই উপজেলার জনপ্রতিনিধিরা আমাকে ভোট দেবেন বলে আমি আশাবাদী। আমি সব সময় জনপ্রতিনিধিদের সাথে-পাশে আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো। দলমত নির্বিশেষে অধিকাংশ জনপ্রতিনিধির সমর্থন ও দোয়া পাবো বলে আমি মনে করি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও কৃষক লীগের নেতা আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি তোফাজ্জল হোসেন, পানানগর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রাজু আহাম্মেদ সহ শতাধিক নেতাকর্মী বৃন্দ।