সর্বশেষ সংবাদ :

এনবিআইইউ’তে ‘উচ্চ শিক্ষার গুরুত্ব: একটি পর্যালোচনা’ শীর্ষক সেমিনার

প্রেস বিজ্ঞপ্তি

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে চাঁপাই নবাবগঞ্জের কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রী কলেজে ‘উচ্চ শিক্ষার গুরুত্ব: একটি পর্যালোচনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মোহা. জাহাঙ্গীর আলম।

 

সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মকসুদুর রহমান, প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআইইউ’র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আফরোজা আখতার এ্যানি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহা. রফিউজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কলেজের গ্রন্থাগারিক আমিনুল ইসলাম। সেমিনারে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক ড. স্বপ্না খাতুন, কো-অর্ডিনেটর দোলন চক্রবর্তীসহ কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রী কলেজের বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সানশাইন / শামি


প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২ | সময়: ৫:১৫ অপরাহ্ণ | Daily Sunshine