বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার
রাজশাহী পুলিশ লাইনস রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম । সোমবার সকাল সাড়ে আটটায় পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে বার্ষিক পরিদর্শন কুচকাওয়াজ ২০২২ এর সালামী অভিবাদন গ্রহণ করেন ডিআইজি আব্দুল বাতেন ।
ডিআইজি বার্ষিক পরিদর্শন প্যারেডে অংশগ্রহণকারী সকল সদস্যদের ডিসিপ্লিন বজায় রাখা, সুশৃঙ্খল জীবন যাপন করা, পেশাদারিত্ব বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালন করা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। বার্ষিক পরিদর্শন কুচকাওয়াজ শেষে ডিআইজি পুলিশ লাইনসের রিজার্ভ অফিস, মোটরযান শাখা, অস্ত্রাগার শাখা, ডি স্টোর, সি স্টোর ও রেশন স্টোর পরিদর্শন করেন ও গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার)।
সানশাইন/ শাহ্জাদা মিলন