মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
পোরশা প্রতিনিধিঃ
নিয়ন্ত্রণহীন বাজারে দ্রব্য মূল্যের উর্দ্ধগতি গুম খুনের প্রতিবাদে কেন্দ্রিয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে নওগাঁর পোরশা উপজেলা বিএনপি ও এর অংগ সংগঠনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সরাইগাছি মোড় দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক শফিউদ্দিন মন্ডল।
প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ ছালেক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রিয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক যুগ্ম সাধারন সম্পাদক শাহ্ খালেদ হাসান চৌধুরী পাহিন, জেলা বিএনপি’র যুগ্ম সচিব শফিউল আজম খান, আহবায়ক সদস্য মোস্তাফিজুর রহমান ও শাহ্ মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শাহাজামাল শাহ্, মমতাজ বেগম সহ স্থানীয় বিএনপি’র সহস্রাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সানশাইন/তৈয়ব