শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধা সিলভেস্টার টুডু আর নেই। ২৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় জগৎনগর গ্রামের মৃত জ্ঞান টুডু’র ছেলে সিলভেস্টার টুডু (গেজেট-১৬৩৯) জয়পুরহাট আধুনিক হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। ২৯ আগস্ট মৃত বীর মুক্তিযোদ্ধা সিলভেস্টার টুডুর অন্তঃষ্টিক্রিয়ার পূর্বে তার নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, ওসি মোজাম্মেল হক কাজী, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে মহফেল হোসেন, ইয়াকুব আলী মাস্টার, আব্দুস সামাদ, আব্দুর রহিম গয়া, যহন হেমরম, মোকসেদ আলী, জাহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সানশাইন/তৈয়ব