সর্বশেষ সংবাদ :

খুচরা নোট ব্যাংক: নগরীতে ব্যবসায়ীদের প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাণিজ্যিক ব্যাংকগুলো ২,৫,১০ ও ২০ টাকার নোট ব্যবসায়ীদের নিকট থেকে জমা না নেওয়ার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আর.ডি.এ কর্তৃক পুনবাসিত সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যালয়ে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। সভায় প্রতিবাদ লিপি পাঠ করেন ও মুল বক্তব্য পেশ করেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ মামুদ হাসান। প্রতিবাদ সভাটি সঞ্চালনার দায়ীত্বে ছিলেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী। সভায় বক্তারা বলেন, করোনাকালিন দুই বছরে রাজশাহীর ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে ব্যবসায়ীদের আরও ২ থেকে ৩ বছর সময় লাগবে। সারা দেশের ব্যবসায়ীরা করোনা মোকাবেলার বিভিন্ন প্যাকেজ ঋণ এবং অনুদান পেলেও রাজশাহীর ব্যবসায়ীরা তেমন কোন সহযোগীতা পায়নি। ব্যবসায়ীরা স্ব-উদ্যোগে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ঠিক সেই সময় মরার উপর খাড়ার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে ব্যাংকগুলোতে ছোট নোটগুলো জমা না নেয়া। রাজশাহীতে তেমন কোন পণ্য উৎপাদন হয়না বেশীর ভাগ পণ্য দেশের অন্যান্য জেলা থেকে কিনতে হয়। আর এই পণ্যের মুল্য পরিশোধ করতে হয় ব্যাংকের মাধ্যমে। তাই সারাদিনের বেচাকেনার সব রকম নোট মিলে যা টাকা হয় ব্যাংকে জমা দিতে হয়। তাই ব্যাংক গুলোর এহনো আচরনের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমাদের আবেদন অবিলম্বে সকল বাণিজ্যিক ব্যাংকে বাংলাদেশে প্রচলিত সকল মানের মুদ্রা জমা নিয়ে রাজশাহীর ব্যবসা বাণিজ্য গতিশীল করার সুযোগ করে দিবেন। তা না হলে রাজশাহীর ব্যবসায়ীরা এই অনিয়মের বিরুদ্ধে এই অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হবে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতির রাজশাহী শাখার সভাপতি মোঃ গোরাম সারোয়ার স্বপন, রাজশাহী পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুকু, রাজশাহী বেনেতী ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক শামসুজ্জামান মিঠু, রাজশাহী জেলা বেকারী মালিক সমিতির সভাপতি সেলিম রেজা, আর.ডি.এ কর্তৃক পুনর্বাসিত সাধারণ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম রসুল বাবুল, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি রাজশাহী শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, গণকপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি মনোয়ার সুলতান মানু, রাজশাহী সিটি পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম রিপন, লক্ষীপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আলী আশরাফ রোকন, সাহেব বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার শামীম আলম, ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদিন চাঁদ প্রমুখ।


প্রকাশিত: আগস্ট ২৯, ২০২২ | সময়: ৫:৫০ পূর্বাহ্ণ | সুমন শেখ