মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ৪ জন আসামী ঢাকায় গ্রেফতার হয়েছে।
তানোর থানা অফিসার ইনজার্চ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, দীর্ঘ দিনের গ্রেফতারী পরোয়ানা মূলে উপজেলার নিজামপুর গ্রামের যোগেন্দ্র মন্ডল প্রদীপ, তার স্ত্রী চায়না মন্ডল, গত চার বছর ধরে আত্মগোপন করে ছিলেন।
এক বছরের সাজাপ্রাপ্ত আসামী উপজেলার দাঙ্গাপাড়া গ্রামের মমিনুল ইসলাম, উপজেলার পারিশো মিরাপুর আলমগী হোসেন অরোফে সোহেল, গ্রেফতারী পরোয়ানা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ঢাকা ডিএমপি অন্তর্গত তুরাগ থানার কামারপাড়া এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।
অপরদিকে তানোর থানাধীন কলমা ইউনিয়নের নয়টিপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ২৫০ গ্রাম গাঁজাসহ আব্দুর রহমান (৪৫), আবু জারকে (২৫) গ্রেফতার করা হয়।
শনিবার দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।