সোমবার, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
প্রেস বিজ্ঞপ্তিঃ
জাতীয় পার্টির(জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ১৫০ টি আসনে ইভিএম দেয়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে। তিনি নির্বাচন কমিশনকে ইভিএম-এ ভোট প্রত্যাহার করার আহবান জানান। দুপুরে রাজশাহী জেলা জাতীয় পার্টির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এই সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃরাহাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি ও প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর শিকদার লোটন, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, জাতীয় পার্টির চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা নুরুল ইসলাম তালুকদার এমপি, রাজশাহী মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন, সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোঃরাজু, বেলাল হোসেন প্রমুখ। প্রতিনিধি সভায় রাজশাহী জেলা জাতীয় পার্টির বিভিন্ন উপজেলা ও পৌরসভা পর্যায়ের নেতা-কর্মীরা ।
সানশাইন/টিএ