সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, পুঠিয়া: পুঠিয়া উপজেলা যুবলীগের আয়োজনে পুঠিয়া পি এন হাই স্কুল মাঠে ৪৭ তম জাতীয় শোক দিবস উদযাপিত হয়। উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে শোক দিবসের আলোচনায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা।
বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ একরামুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, সদস্য অধ্যাপক গোলাম ফারুক, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, বিএনপি পাক এজেন্ট। তারা বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চায়। সমাবেশে আগত জনতার উদ্দেশ্যে প্রধান অতিথি তার ১০ বছরের সংসদ সদস্য থাকাকালীন পুঠিয়ার উন্নয়নের কথা উল্লেখ করেন। তিনি অতীত ও বর্তমান মিলিয়ে দেখতে বলেন।
বিশেষ অতিথি রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ একরামুল হক তার বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আব্দুল ওয়াদুদ দারার মনোনয়ন দাবী করেন। পরে জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তির জন্য দোয়া অনুষ্ঠিত হয়।