সর্বশেষ সংবাদ :

সাকিবের প্রতি বিশ্বাস আছে মেন্টর শ্রীশান্থের

স্পোর্টস ডেস্ক: আবুধাবি টি-১০ লিগে বাংলা টাইগার্সের আইকন খেলোয়াড় ও অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান। তাদের মেন্টর হিসেবে আছেন আইপিএলে ফিক্সিংয়ে কাণ্ডে নিষিদ্ধ হওয়া ভারতের সাবেক পেসার শ্রীশান্থ। বাংলা টাইগারের আইকন ও অধিনায়ক সাকিবের প্রতি তার বিশ্বাস রয়েছে। সাকিবের নেতৃত্ব বাংলা টাইগার চ্যাম্পিয়ন হতে পারবে বলে তার বিশ্বাস।
এ বিষয়ে তিনি বলেছেন, ‘অধিনায়ক সাকিব ও টিম ম্যানেজমেন্টের প্রতি আমার বিশ্বাস রয়েছে। আমি খুবই আত্মবিশ্বাসী যে আমাদের দলের সবারই খুব ভালো অভিজ্ঞতা রয়েছে এবং দুর্দান্ত একটি টিম হয়েছে। গেল বছর বাংলা টাইগার তৃতীয় হয়েছিল লিগে। এ বছর আমরা চ্যাম্পিয়ন হব। আমাদের সে বিশ্বাস আছে। বিশ্বাস আছে আমাদের ভালো করার সামর্থ্যের ওপর।’
আইপিএলে ফিক্সিংয়ের কারণে ৭ বছর নিষিদ্ধ ছিলেন শ্রীশান্থ। নিষেধাজ্ঞা শেষে ৯ বছর পর গেল বছর রঞ্জি ট্রফিতে কেরালার হয়ে মাঠে নেমেছিলেন। এবার টি-১০ লিগে মাঠে নামবেন। ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই পেসারের বর্তমানে বয়স ৩৯। তিনি দুই-দুইবার ভারতের হয়ে বিশ্বকাপ জিতেছেন। তার মধ্যে একবার ওয়ানডে ও একবার টি-টোয়েন্টি বিশ্বকাপ।
টি-১০ লিগে খেলার বিষয়ে শ্রীশান্থ বলেছেন, ‘আসলে আমার যা বয়স, এই বয়সে উপদেশ দেওয়া খাটে না। আমি কেবল আমার দলকে অনুরোধ করব যে নিজেদের প্রতি বিশ্বাস রাখো। এটা আসলে বিশ্বাসের বিষয়। আমার মতো একজন খেলোয়াড়, যে কিনা কেরালার মতো একটি জায়গা থেকে উঠে এসে ভারতের মতো একটি দলের হয়ে দুই-দুইবার বিশ্বকাপ জিতেছে। এটা আমার জন্য বিরাট অনুপ্রেরণা।’


প্রকাশিত: আগস্ট ২৭, ২০২২ | সময়: ৪:৩৮ পূর্বাহ্ণ | সুমন শেখ