বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
তাড়াশ প্রতিনিধি: মঙ্গলবার সকালে উপজেলার জামতৈল ইউনিয়নের কৃষ্ণদিয়ার নামক এলাকায় থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। তাকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কামারখন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুজ আলী জানান, কৃষ্ণদিয়ার এলাকায় আসমা খাতুন নামে একজন মহিলা মাঠে হাঁস চরাতে গিয়ে ব্যাগের মধ্যে থেকে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশের সহায়তায় আমরা নবজাতককে উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না নবজাতক শিশুটির খোঁজ-খবর নিতে হাসপাতালে এসেছেন।