শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
নওগাঁ প্রতিনিধিঃ
অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এবং বদলীর আদেশপ্রাপ্ত হয়েছেন নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম।
এ উপলক্ষে সম্বর্ধনা প্রদান করেছে নওগাঁ জেলা প্রেসক্লাব। গত সোমবার রাত ৯টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন।
বিদায়ী অতিথি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, দৈনিক করতোয়া জেলা প্রতিনিধি মো: নবির উদ্দিন, সিনিয়র সাংবাদিক এ্যাড. শেখ আনোয়ার হোসেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি এএসএম রাইহান আলম ও সুলতানুল আলম মিলন, সাধারন সম্পাদক শফিক ছোটন, সাবেক সভাপতি এমদাদুল হক সুমন, যুগ্ম সম্পাদক খন্দকার আব্দুর রউফ পাভেল, কার্যকরী সদস্য আসাদুর রহমান জয় বক্তব্য রাখেন।অন্যান্যদের মধ্যে কাজী কামাল,সাহেব আলী,হারুন চৌধুরী,তৌহিদ সুমন উপস্থিত ছিলেন।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, পুলিশ সুপার হিসেবে এ জেলায় দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে যথেষ্ঠ গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেছেন তাঁর দায়িত্ব সুচারুরুপে পালনের ক্ষেত্রে সাংবাদিকরাও যথেষ্ঠ সহযোগিতা দিয়েছে। পরে বিদায়ী অতিথিকে সম্বর্ধনা স্মারক প্রদান করেন প্রেসক্লাবের সদস্যরা।
সানশাইন/তৈয়ব