সোমবার, ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: তীব্র গরমের মধ্যেই চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেড়েছে লোডশেডিং। হাইড্রোইলেকট্রিক ড্যামগুলোতে পানির মাত্রা কামে যাওয়ায় বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে সেখানে। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ গ্রীষ্ম দেখছে দেশটি, যার প্রভাব পড়ছে অর্থনীতিতে।
সোমবার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, চলমান লোডশেডিং আরও বেশ কয়েকদিন থাকবে। যদিও এরই মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কারখানাগুলো বন্ধ হয়ে গেছে। সংবাদমাধ্যম টেনসেন্টের খবরে বলা হয়, সিচুয়ান প্রদেশের পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হয়েছে। কারখানাগুলোকে দেওয়া সরকারের একটি নোটিশের ছবিও প্রকাশ করেছে এটি।
প্রদেশটির সবচেয়ে বড় শহর চংকিংয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুতের ঘাটতির কারণে সোমবার থেকে শপিংমলগুলোর খোলা রাখার সময়সীমা কমিয়ে দেওয়া হবে। চংকিং অর্থনৈতিক ও তথ্য কমিশন জানিয়েছে, শপিংমলগুলোকে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করতে হবে। নিরাপদ- সুশৃঙ্খলভাবে বিদ্যুতের সরবরাহ নিশ্চিত ও জনসাধারণের মৌলিক চাহিদাগুলো ঠিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলজুড়ে তীব্র গরম আবহাওয়ার কারণে শস্য নষ্ট হচ্ছে, শুকিয়ে যাচ্ছে নদী। এতে ওই অঞ্চল দিয়ে কার্গো জাহাজ চলাচলও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমের সিচুয়ান ও দক্ষিণ-পূর্ব উপকূলের ফুজিয়ানসহ ৬২টি আবহাওয়া কেন্দ্র রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে।