শুধু টেস্ট ও ওয়ানডের দায়িত্বে ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক: দুটি বড় প্রতিযোগিতার আগে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে সরালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে শুধু টেস্ট ও ওয়ানডে দলের দায়িত্বে বহাল রাখা হয়েছে। নতুন করে দায়িত্ব দেওয়া টেকনিক্যাল কনসালটেস্ট শ্রীধরন শ্রীরাম টি-টোয়েন্টি দলের সব পরিকল্পনা দেবেন। তবে এই ফরম্যাটে বাংলাদেশ দলকে এগিয়ে নেওয়ার মতো কাউকে দায়িত্বে রাখেনি বিসিবি।
সোমবার ডমিঙ্গোর ভবিষ্যৎ নির্ধারণে বিসিবিতে আলোচনায় বসেছিলেন সভাপতি নাজমুল হাসান। সেখানে টি-টোয়েন্টি দলের পরামর্শক শ্রীরামও উপস্থিত ছিলেন। গত কিছুদিন ধরে নাজমুল হাসান যে পরিবর্তনের কথা বলে আসছিলেন, আজ সেসব নিয়ে দুই কোচের সঙ্গে খোলাখুলি আলোচনা করেছেন। সেখানে উপস্থিত ছিলেন সাকিব আল হাসানও।
সেই আলোচনা ফলপ্রসু হওয়ায় সাংবাদ সম্মেলনে ডমিঙ্গোকে পাশে রেখে গণমাধ্যমে কথা বলেছেন নাজমুল হাসান, ‘আমি আপনাদের আগে জানিয়েছি, আমরা একজন টি-টোয়েন্টিতে টেকনিক্যাল কনসালট্যান্ট নিয়েছি, শ্রীধরন শ্রীরাম। শ্রীরামের সঙ্গে একটু বসা হলো। রাসেল ডমিঙ্গোর সঙ্গে বসা হয়েছে আমাদের ভবিষ্যৎ নিয়ে। আমাদের ভালো আলোচনা হয়েছে। আমরা তাকে ওয়ানডে ও টেস্টের দায়িত্ব দিয়েছি। আমরা টি-টোয়েন্টিটা আলাদা করেছি।’
তবে টি- টোয়েন্টির দায়িত্ব হারালেও অন্য একটা দায়িত্ব বেড়েছে ডমিঙ্গোর। এখন থেকে তিনি ঘরোয়া ক্রিকেটেও নজর দেবেন। জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের কীভাবে এবং কোন প্রক্রিয়ায় তাদের ফর্মজনিত সমস্যা ও টেকনিক্যাল বিষয়গুলোর সমাধানে আসবেন, সেদিকেও তিনি মনোযোগ দেবেন।
নাজমুল হাসান যোগ করেন, ‘এখন পর্যন্ত আমরা যা আলোচনা করেছি, ডমিঙ্গো আমাদের পরিকল্পনা দেবেন। আপনারা সবাই জানেন, এফটিপির সূচি বেশ ঠাসা। খুব খারাপ অবস্থা। কারও পক্ষে এভাবে সফর করা সহজ নয়। ও কী করবে, না করবে সেসব নিয়ে আমাদের একটা লম্বা পরিকল্পনা দেবে দুই তিন সপ্তাহের মধ্যে।’
ডমিঙ্গোর নতুন দায়িত্ব গ্রহণ নিয়ে তিনি বলেছেন, ‘সে এনসিএল দেখতে চায়। এটা নিয়ে আগ্রহ দেখিয়েছে। আমাদের ‘এ’ দলের যে খেলা আছে সেগুলো দেখতে চায়। আমাদের ভবিষ্যৎ খেলোয়াড় কারা আছে সেগুলোও দেখতে চেয়েছে, যারা নাকি জাতীয় দলে নেই তাদের নিয়ে কাজ করবে।’
ব্যস্ত এফটিপির কথা বলে ডমিঙ্গোকে টি-টোয়েন্টির দায়িত্ব থেকে সরালেও ভেতরের খবর ভিন্ন। দক্ষিণ আফ্রিকান কোচের টি-টোয়েন্টি দর্শন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যায় না বলে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে বোর্ডের চুক্তি। বেতন পাচ্ছেন সিরিজ বাই সিরিজ হিসেবে। তবে যে কোনও সময় এই চুক্তিও বিসিবি ভাঙতে পারবে। ডমিঙ্গোও যে কোনও সময় চাইলে চলে যেতে পারেন।


প্রকাশিত: আগস্ট ২৩, ২০২২ | সময়: ৬:০৮ পূর্বাহ্ণ | সুমন শেখ