সর্বশেষ সংবাদ :

রামেকে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ওয়ার্ডে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টার মধ্যে তার মৃত্যু হয়।
শুক্রবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন। মৃত বৃদ্ধের বাড়ি রাজশাহী নগরীতেই। তার বয়স হয়েছিল ৫৮ বছর। এদিন হাসপাতালে করোনা সংক্রমিত হয়ে মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। এদিন করোনা আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বর্তমানে (শুক্রবার সকাল ৯টা পর্যন্ত) ২৪ শয্যার এই ওয়ার্ডে রোগী ভর্তি রয়েছেন চারজন। যেখানে গতকালও চারজন রোগীই চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে করোনা সংক্রমিত হয়ে ভর্তি রয়েছেন একজন। করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতার কারণে চিকিৎসাধীন রয়েছেন একজন ও করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন দুইজন রোগী।
এদিকে বৃহস্পতিবার রামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। যাদের মধ্যে দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। অর্থাৎ জেলায় করোনা শনাক্তের হার ২০ দশমিক ০০ শতাংশ।


প্রকাশিত: আগস্ট ২০, ২০২২ | সময়: ৬:০৩ পূর্বাহ্ণ | সুমন শেখ