শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
মোহনপুর প্রতিনিধিঃ
মোহনপুরের কেশরহাটে মেসার্স রহমান পোল্ট্রি এ্যান্ড ফিসফিডের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ আগষ্ট) বিকাল ৫ টার দিকে কেশরহাট-ভবানীগঞ্জ সড়কের অগ্রণী ব্যাংকের নীচতলায় অবস্থিত নতুন এ শো-রুমের উদ্বোধক ছিলেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি পৌরসভার সাবেক প্যানেল মেয়র রুস্তম আলী প্রাং।
এসময় উপস্থিত ছিলেন, রহমান হোন্ডা ও রহমান মিডিসিন কর্ণারের পরিচালক মোস্তাফিজুর রহমান মুস্তাক, আফতাব ফিসফিডের মার্কেটিং সেলস্ ম্যানেজার মাহাবুব আলম, রহমান পোল্ট্রি এ্যান্ড ফিসফিডের পরিচালক মিজানুর রহমান, সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা ইসাহাক আলীসহ প্রমূখ। পরিশেষে সকলে এ ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
সানশাইন/তৈয়ব