শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ৮ই আশ্বিন, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে প্রায় ৬১ হাজার টাকা মূল্যের ৬১ বোতল ফেন্সিডিলসহ শাহীনুর ইসলাম রাজা (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহীনুরের বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করে। শাহীনুর নগরীর কোর্ট রাজপাড়া মহল্লার বাসিন্দা।
নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, ঘরে প্লাস্টিকের বস্তার ভেতরে ফেনসিডিলগুলো লুকিয়ে রেখেছিলেন শাহীনুর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।