বুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আশরাফুল ইসলাম পাভেলকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আশরাফুল ইসলাম পাভেল সান্তাহার পৌর শহরের কলসা মহল্লার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, আসামী পাভেলের চলছি বছরের ৩১ মে অস্ত্র মামলায় তাকে ১৫ বছরের কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড দেন আদালত। এরপর থেকে পলাতক ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ১২ টায় সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন ও সহকারী উপ-পরিদর্শক আজিমুল হক তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর শহরের হার্ভে স্কুল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও জানান, থানায় পাভেলের বিরুদ্ধে বিভিন্ন আইনে আরও ৬ টি মামলা রয়েছে।