নগরীর বিভিন্ন সড়ক ও মোড় নামকরণের উদ্যোগ রাসিকের

স্টাফ রিপোর্টার : ভাষা সৈনিক, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, সামাজিক কাজে অবদান রাখা ব্যক্তিদের নামে রাজশাহী মহানগীর বিভিন্ন রাস্তা ও গুরুত্বপূর্ণ মোড় নামকরণের উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ উপলক্ষে গঠিত কমিটির এক সভা মঙ্গলবার দুুপুরে সচিবের দপ্তরকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বঙ্গবন্ধু পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, সাবেক মহানগর কমান্ডার ডা. বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মানান, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, সিটি কর্পোরেশনের সচিব মশিউর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, কিউরেটর আনারুল হক সভায় উপস্থিত ছিলেন।


প্রকাশিত: আগস্ট ১৭, ২০২২ | সময়: ৬:০০ পূর্বাহ্ণ | সুমন শেখ