শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
পবা প্রতিনিধি
পবা উপজেলার আওতাধীন কাটাখালি পৌরসভার ছাত্রলীগের উদ্যোগে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ই আগষ্ট বিকালে কাটাখালি পৌরসভার মাসকাটদীঘি স্কুল মাঠ প্রাঙ্গনে বিশেষ এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো রাজশাহী-৩ পবা মোহনপুর আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটাখালি পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সামা, সাধারণ সম্পাদক প্রিন্সিপাল জহুরুল আলম রিপন, কাটাখালি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার সাদাত নান্নু, কাটাখালি পৌরসভা যুবলীগের আহব্বায়ক মোঃ জনি ইসলাম, পবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাবেক প্যানেল মেয়র আব্দুর মুক্তাদির হোসেন, যুব মহিলা লীগ সভাপতি হাসিনা বেগম, পবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ফরিদুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক রেজওয়ানুল কারিম।
কাটাখালি পৌরসভা ছাত্রলীগের সভাপতি মোঃ শাকিল আহমেদ সজল এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন কাটাখালি পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মাজিদুর রহমান শাকিল সহ আরো উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ। আলোচনা সভা শেষে ১৯৭৫ সালে শহীদ সকলের জন্য বিশেষ দোয়া চেয়ে মোনাজাত করা হয়।
সানশাইন / শাহ্জাদা মিলন