রাজশাহীতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ আটক

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে চাঁদাবাজির অভিযোগে বায়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল মিজানুর রহমানকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
সোমবার রাত দশটার দিকে নগরীর ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এসময় মিজানুর নামে ওই পুলিশের সঙ্গে থাকা অপরজন পালিয়ে যায়।
ঘটনা সূত্রে জানা গেছে, গতকাল রবিবার হেতেম খাঁ সবজিপাড়া এলাকার ভিলা ছাত্রাবাসের এক ছাত্রকে ইয়াবা দিয়ে ফাসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে নগদ ছয় হাজার টাকা নিয়ে যানবায়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল মিজানুর।
ওই ছাত্রের কাছে সোমবার রাতে আরো ১০ হাজার টাকা নেওয়ার সময় এলাকাবাসী হাতেনাতে ধরে গণধোলায় দিয়ে বোয়ালিয়া থানার পুলিশ কে খবর দেই স্থানিয়রা। এসময় জনতার হাত থেকে রক্ষা করে তাকে পুলিশের হাতে তুলে দেয় ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।


প্রকাশিত: আগস্ট ১৬, ২০২২ | সময়: ৫:৫৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর