বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ ইং, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার : নানা আয়োজনে রাজশাহীতে উদযাপিত হয়েছে ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস। দিবসটি পালনে সোমবার সকাল ৯টায় মহানগরের পদ্মা আবাসিক এলাকায় থাকা ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসের শুরুতেই সহকারী হাইকমিশন কার্যালয়ে উত্তোলন করা হয় ভারতের জাতীয় পতাকা। এ সময় সমবেত কণ্ঠে ভারতের জাতীয় সংগীত পরিবেশন করেন আমন্ত্রিত অতিথিরা।
পরে দিবসটি উপলক্ষে ভারতের রাষ্ট্রপতির বাণী পড়ে শোনান রাজশাহীতে নিযুক্ত ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার ব্রিজদেও প্রসাদ। অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা, রাজশাহীতে অধ্যায়নরত ভারতীয় শিক্ষার্থী ও ভারতীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।