বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে পুকুরের পানিতে ডুবে আতিকুল নামের দুই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিশু আতিকুল ওই গ্রামের রতন হোসেনের ছেলে।
জানা যায়, সোমবার সকালে খেলার জন্য বাড়ির লোকজনের অগোচরে বেড়িয়ে আসে শিশু আতিকুল।
কিছুক্ষণ পর বাড়ির পাশের একটি পুকুরে মৃত অবস্থায় শিশুটিকে ভাসতে দেখে পরিবারে খবর দেয় এক পথচারী। পরে পরিবারের লোকজন পুকুর থেকে লাশটি উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনের প্রক্রিয়া শেষে শিশুটির দাফনের অনুমতি দেওয়া হবে।