নওদাপাড়া আন্ত:জেলা বাস টার্মিনালের সংস্কার শীঘ্রই

স্টাফ রিপোর্টার: রাজশাহীর নওদাপাড়া আন্ত:জেলা বাস টার্মিনাল সংঙ্কার ও উন্নয়নের কাজ শীগ্রই শুরু হবে। রবিবার বিকেলে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আনোওয়ার হোসেন বাস টার্মিনাল পরিদর্শনে এসে এ কথা জানান।
পরিদর্শনকালে তিনি টার্মিনালের ভেতর ও বাহিরের অংশ পরিদর্শন করেন। এসময় আরডিএ চেয়ারম্যান আনোওয়ার হোসেন টার্মিনালের দুরাবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেন। সেই সঙ্গে রাজশাহীর নওদাপাড়া আন্ত:জেলা বাস টার্মিনাল সংঙ্কার ও উন্নয়নের কাজ শীগ্রই শুরু হবে বলে আশ^াস দেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আরডিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মো. রহমতুল্লাহ, নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল তারেক, নগর পরিকল্পক আজমেরী আশরাফী, স্টেট অফিসার বদরুজ্জামান, সহকারি প্রকৌশলী কামরুজ্জামান, উপসহকারি প্রকৌশলী আবুল কাশেম, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটু, যুগ্ম সম্পাদক মাফকুত মনজুর বিপ্লব, সহ সাধারণ সম্পাদক দিপু, সদস্য মুনসুর রহমান, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক গাজি, সিনিয়র সহসভাপতি রজব আলী, সহসভাপতি রফিক পাখি, দপ্তর সম্পাদক পরিমল দাস, সহ দপ্তর সম্পাদক শংকর তরফদার, প্রচার সম্পাদক গোলাম আযম জুলমত, সদস্য সুমন আলী, মামুন হোসেন, সজিব আহম্মেদসহ শ্রমিক নেতৃবৃন্দ।


প্রকাশিত: আগস্ট ১৫, ২০২২ | সময়: ৫:৫২ পূর্বাহ্ণ | সুমন শেখ