শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি অনুুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর শাহমখদুম কলেজে এ আয়োজন করা হয়। এতে সহায়তা করে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) রাজশাহী শাখা।
এ কর্মসূচিতে সাধারণ মানুষকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়। বিনামূল্যে দেওয়া হয় ওষুধও। সকালে নগরীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালসহ দলীয় নেতারা চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তারাও নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান।