সর্বশেষ সংবাদ :

নগরীতে রং চায়ের কাপ ৭ টাকা!

স্টাফ রিপোর্টার: নগরীর বিভিন্ন ফুটপাত ও রাস্তায় গড়ে উঠেছে বিভিন্ন রকমের খাবারের দোকান। এসবের মধ্যে অন্যতম হচ্ছে চায়ের দোকান। সকাল থেকে বিকেল, বিকেল থেকে শুরু করে অনেক রাত পর্যন্ত এখানে অবসর সময় কাটাতে বহু লোকের সমাগম ঘটে।
অবসর সময় কাটাতে আসা মানুষগুলি শরীরের ক্লান্তি কাটাতে চা খেয়ে থাকেন। চা বাঙালির ঐতিহ্যবাহী একটা খাবার। বিভিন্ন আইটেমের চা হচ্ছে রং চা, লেবু, পুদিনা চা ও দুধ চা।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির সাথে এক কাপ চায়ের দামও বেড়েছে। চা-য়ে চিনি খান আর না খান রং চা হলেই গুনতে হবে ৭ টাকা। এছাড়াও প্রতিকাপ লেবু ও পুদিনা পাতা চা ১০ টাকা ও দুধ চা ১২ টাকা।
নগরীর উপশহর মোড়ে রাসেল স্কোয়ার টি গার্ডেনের চা বিক্রেতা রাসেল বলেন, প্রায় প্রতিদিনই চা-পাতি, চিনি ও খড়ির দাম বাড়ছে। শুক্রবার খড়ি কিনেছি ৩২০টাকা মণ। আজ (রবিবার) খড়ি কিনলাম ৪০০ টাকা মণ। এছাড়া চা ও চিনির দামও অনেক বেড়েছে। ৫টা করে রং চা বেচলে খরচ উঠছে না। সে কারণে ৭ টাকা করে রং চা বিক্রি করতে হচ্ছে। দড়িখড়বোনা মোড়ের কাপ চা বিক্রেতা সেলিম হোসেনও এমন বক্তব্য দেন।


প্রকাশিত: আগস্ট ১৫, ২০২২ | সময়: ৫:৪৫ পূর্বাহ্ণ | সুমন শেখ