বৃহস্পতিবার, ৭ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী জেলার কাটাখালী থানাধীন চরখিদিরপুর এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৮৮৫ পিস ইয়াবা ও ১০৮ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আইয়ুব আলী (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আইয়ুর আলী রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ, রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
শনিবার সকালে তালাইমারী বিওপি’র বিশেষ টহল দল কাটাখালী থানাধীন চরখিদিরপুরে অভিযান চালায়। এসময় মাদবদ্রব্যসহ আইয়ুব আলীকে গ্রেপ্তার করে। জব্দকৃত এক হাজার ৮৮৫ পিস ইয়াবা ও ১০৮ বোতল ফেন্সিডিল যার সিজার মূল্য ৬ লাখ ৮ হাজার ৭১০ টাকা। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।