বুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: খুব শীঘ্রই চালু হচ্ছে নওদাপাড়া আন্তঃজেলা বাস টার্মিনাল। শনিবার রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মাহাতাব হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, মালিক শ্রমিক যৌথ উদ্যোগে মহানগরীর যানজোট মুক্ত রাখতে আগামীতে শহীদ এএইচএম কামারুজ্জামান বাস টার্মিনাল (শিরইল) থেকে নওদাপাড়া আন্তঃজেলা বাস টার্মিনালে স্থানান্তর করা হবে। এ ক্ষেত্রে ভিআইপি, ঝাউলী ও লোকাল রোডে চলাচলকৃত সমস্ত গাড়ী নওদাপাড়া আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে চলবে।
আরো জানা যায়, মালিক শ্রমিক স্বার্থে নওদাপাড়া গোল চত্বর হতে পদ্মা আবাসিক লেক পর্যন্ত চার লেনের কাজ প্রায় শেষ পর্যায়ে। রাস্তা প্রশস্ত ও নগরীকে ঢেলে সাজানোই বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।