বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সামসুল আরফিনের স্ত্রী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শামসুন্নাহার মুক্তি’র মাতা, শাহ মখদুম থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আকতারুল আলমের বড় ভাবি মমতাজ বেগম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। শনিবার সন্ধ্যায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
আজ (রবিবার) বাদ জোহর শিরোইল কলোনী বিশ^ গোড়াউন চত্বরে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে গৌরহাঙ্গা গোরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার সহ বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সকল নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।