শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: ব্যালন ডি’অর-২০২২ এর জন্য ৩০ সদস্যের তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় স্থান পাননি সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। ২০০৫ সালের পর এই প্রথম ব্যালন ডি’অরের তালিকায় স্থান হলো না তার। তালিকায় জায়গা পাননি তার প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) সতীর্থ নেইমার দ্য সিলভা জুনিয়রও। তবে আছেন কালিয়ান এমবাপে।
গেল মৌসুমে পিএসজির হয়ে মেসি ৩৪ ম্যাচে ১১ গোল করেছিলেন। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো ৩১ ম্যাচে ১৮ গোল করে স্থান পেয়েছেন তালিকায়। তালিকায় আছেন এবারের ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকা করিম বেনজেমা। তিনি গেল মৌসুমে সব মিলিয়ে ৪৪ গোল করেছিলেন। রিয়ালকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতানোর পাশাপাশি লা লিগার শিরোপাও জিতিয়েছিলেন। পাশাপাশি রিয়াল থেকে তালিকায় স্থান পেয়েছেন থিবাউট কোর্তোয়া, ভিনিসিউস জুনিয়র, কাসেমিরো ও লুকা মদ্রিচও।
তালিকায় আছেন লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলা মোহাম্মদ সালাহ। তিনি গেল মৌসুমে যৌথভাবে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। সবচেয়ে বেশি গোলে সহায়তাকারীও ছিলেন। যদিও তার দল মাত্র ১ পয়েন্টের জন্য প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারেনি।
তালিকায় আছেন তার লিভারপুল সতীর্থ ভার্জিল ফন দাইক, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, লুইস দিয়াজ, ফাবিনহো ও দারউইন নুনেজ। আছেন লিভারপুল ছেড়ে বায়ার্নে যোগ দেওয়া সাদিও মানেও। বায়ার্ন ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়া রবার্ত লেভানডোফস্কিও জায়গা পেয়েছেন তালিকায়। আগামী ১৭ অক্টোবর প্যারিসে গালা অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যালন ডি’অরের পুরস্কার দেওয়া হবে। তার আগে চলুন দেখে নেওয়া যাক ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা।