সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বর রেলগেট সংলগ্ন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়। এই কার্যালয়ে অনেক উন্নয়নমূলক ও সৌন্দর্য্য বর্ধনের কাজ করা হয়েছে। তৈরী করা হয়েছে নান্দনিক ফটক সম্মেলন কক্ষ।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষক উম্মে সালমা এ বিষয়ে বলেন, এ ধরনের প্রতিষ্ঠানের মূল ফটক ভাল ও সৌন্দর্যমন্ডিত না হলে খারাপ দেখায়। এ কারনে তাঁর দফতর হতে নান্দনিক ফটক ও সৌন্দর্য মন্ডিত সম্মেলন কক্ষ তৈরী করার জন্য আবেদন করলে মন্ত্রণালয় তা সাদরে গ্রহন করেন এবং বাংলাদেশের সব থেকে সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর জন্য বাজেট প্রদান করেন।
এই ফটক তৈরী হওয়ায় রাজশাহীবাসী, পথচারী অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী প্রধানমন্ত্রীর প্রসংসা করেন। সেইসাথে এই ধরনের কাজে সহযোগিতা ও অর্থ বরাদ্দ দেয়ার করার প্রধানমন্ত্রী প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান তারা।