সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পবিত্র আশুরা উপলক্ষে বোয়ালিয়া ইনসানিয়াৎ ক্লাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যায় নগরীর অলোকার মোড়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ক্লাবটির যুগ্ম সাধারণ সম্পাদক হারুণ-অর-রশীদ ফরহাদের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন, ক্লাবের সাধারণ সম্পাদক হাসান ইমাম মাসুম, সহ-সভাপতি আসগর হোসেন মনু, শরিফুল আবেদীন, আব্দুর রাকীব বুড়ো, অর্থ সম্পাদক আরশাদ মজিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক শফিউল আলম শফি, শিল্প সম্পাদক আহম্মদ হোসেন তুষার, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান তুহিন, সমাজ কল্যাণ সম্পাদক শাহিনুর রশীদ শামীম ও প্রচার সম্পাদক তৌফিক আহমেদ সুমন প্রমূখ।
এসময় পবিত্র আশুরার ফজিলতপূর্ণ বিভিন্ন আমল নিয়ে আলোচনা করেন, মাওলানা ইলিয়াস আহমেদ। পরে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।