আজ প্রয়াত জহির উদ্দিন খাঁ এর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার: নগরীর ষষ্টিতলা নিবাসী জিহাদ খান ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান ও রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, সানশাইনের ফটো সাংবাদিক সামাদ খানের পিতা এস্রাজ ও তারসানাই শিল্পী প্রয়াত জহির উদ্দিন খাঁ এর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ।
২০১২ সালের ১৩ আগস্ট এই দিনেই এস্রাজ ও তারসানাই শিল্পী প্রয়াত জহির উদ্দিন খাঁ পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার তার পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সকলের নিকট দোয়া কামনা করেছেন তার পরিবার।


প্রকাশিত: আগস্ট ১৩, ২০২২ | সময়: ৫:৩৮ পূর্বাহ্ণ | সুমন শেখ