সর্বশেষ সংবাদ :

নিয়ামতপুরে লাইসেন্সবিহীন ঔষুধ রাখায় দোকানিকে জরিমানা 

নিয়ামতপুর প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে ২টি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলার কাঁচা বাজার সংলগ্ন এলাকার ঔষধের দোকানে ড্রাগ লাইসেন্স, ট্রেড লাইসেন্স না থাকায় ও অবৈধ উপায়ে ঔষুধ বিক্রির দায়ে এ জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম এর নেতৃত্বে ঔষুধ প্রশাসন অধিদফতরের জেলা কার্যালয়ের ঔষধ তত্বাবধায়ক রিফাত হোসেন এর সহায়তায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে থানার পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

 

অবৈধ উপায়ে ঔষুধ বিক্রির দায়ে মের্সাস নূর ফার্মেসীর স্বত্ত্বাধিকারী আবু বকর সিদ্দিকে ১০ হাজার টাকা ও অলক ফার্মেসীর স্বত্ত্বাধিকারী অলক কুমার সরকারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম বলেন, নিয়ামতপুর বাজারে ২ টি ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রেজিস্ট্রেশন বিহীন ঔষুধের দোকান, লাইসেন্সবিহীন ঔষুধ রাখার অপরাধে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

তিনি আরোও বলেন, জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

 

সানশাইন  / শামি


প্রকাশিত: আগস্ট ১১, ২০২২ | সময়: ৫:৫৮ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর