রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মহিষের গাড়ি ও ব্যাটারী চালিত অটো রিকশার সংঘর্ষে এজাজুল ইসলাম (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত এজাজুল ইসলাম উপজেলার জলন্দা গ্রামের ইকান আলীর ছেলে।
বড়াইগ্রাম পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর দিল মোহাম্মদ চৌধুরী জানান, মঙ্গলবার রাত আটটার দিকে এজাজুল অটো রিকশায় বড়াইগ্রাম থানার মোড় থেকে বনপাড়া যাচ্ছিলেন। পথে পারকোল বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মহিষের গাড়ির সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ ঘটে। এতে এজাজুল গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান।