রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: ঢাকায় শিবগঞ্জের রাজমিস্ত্রি তুহিন ইসলাম (৩১) বিদ্যুৎস্পৃষ্টে নিহত হওয়ায় পরিবারকে আড়াই লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বুধবার সকালে এই আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
এর আগে চতুরপুর পারিবারিক গোরস্থানে নিহতের মরদেহ দাফন করা হয়। তিনি শিবগঞ্জ পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড চতুরপুর মহল্লার দবির উদ্দিনের ছেলে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে ঢাকার একটি ভবনে নির্মাণ কাজ চলাকালে বিদ্যুৎষ্পৃষ্টে ঘটনাস্থলেই তিনি মারা যান।