সোমবার, ২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল হাই (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার উপজেলার ভরতপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে। আব্দুল হাই ওই গ্রামের মৃত রহম পালোয়ানের ছেলে।
থানা ও এলাকাবাসী সুত্রে জানা যায়, সোমবার মধ্য রাতে প্রতিবেশী এক নারী নিজ শোবার ঘরে ঘুমিয়েছিলেন। এ সময় তার স্বামী বাড়িতে ছিলেন না। এ সুযোগে আব্দুল হাই কৌশলে তার ঘরে ঢুকে আত্মগোপন করে থাকেন। পরে ঘুমন্ত গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় ওই গৃহবধূ চিৎকার করলে তিনি দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় বুধবার সকালে ওই মহিলা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।