সর্বশেষ সংবাদ :

মহানগরীতে গাঁজাসহ আটক এক

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে ৪০০ গ্রাম গাঁজা-সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামি, মো: মঞ্জুর আলী টুটুল (৩০)। সে রাজশাহী মহানগরীর পবা থানার ঘোলহাড়ীয়া দক্ষিণপাড়ার মৃত রহিম উদ্দিনের ছেলে।

 

ঘটনা সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট ২০২২ সন্ধা পৌনে ৬টায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পবা থানার ঘোলহাড়ীয়া এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে।

 

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মহানগর ডিবি পুলিশের ঐ টিম সন্ধা ৬টায় ঘোলহাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মঞ্জুরকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সানশাইন / শাহ্জাদা মিলন


প্রকাশিত: আগস্ট ১০, ২০২২ | সময়: ৫:০১ অপরাহ্ণ | Daily Sunshine