শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসক, আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠনস বিভিন্ন প্রতিষ্ঠান নানান আয়োজন করেন।
জেলা প্রশাসন: সকাল ৮টার দিকে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা- এই শ্লোগান সামনে রেখে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীর ৯৫ জন অসহায় নারীকে সেলাই মেশিন দেয়া হয়েছে। এছাড়াও ৩০ জন দরিদ্র নারীকে দুই হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
আলোচনা সভায় রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক, জেলা পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শাহীন আকতার রেনী, রাজশাহী জাতীয় মহিলা পরিষদের চেয়ারম্যান বেগম মর্জিনা পারভিন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শবনম শিরীন।
এছাড়াও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জিন্নাতুন নেছা তালুকদার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জিয়াউল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এএনএম মঈনুল ইসলাম, স্থানীয় সরকার পরিচালক এনামুল হক, উপ-পরিচালক (স্থানীয় সরকার) শাহানা আখতার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হকসহ রাজশাহী জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নগর আ’লীগ: নগর আওয়ামী লীগের উদ্যোগে সোমবার সকাল ১০টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। বক্তব্য দেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডাঃ তবিবুর রহমান শেখ, বদরুজ্জামান খায়ের। সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেনী, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রেজাউল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, মহিলা সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংস্কৃতিক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ ফ ম আ জাহিদ, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য শাহাব উদ্দিন, আশরাফ উদ্দিন খান, আব্দুস সালাম, মজিবুর রহমান, ইসমাইল হোসেন, বাদশা শেখ, আলিমুল হাসান সজল, জয়নাল আবেদীন চাঁদ, ইউনুস আলী, মোখলেশুর রহমান কচি, কে এম জুয়েল জামান, থানা আওয়ামী লীগের মধ্যে থানা আওয়ামী লীগের মধ্যে বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক সাকের হোসেন বাবু, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, নগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ প্রমুখ।
রাসিক: রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১০টায় নগর ভবন চত্বরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে কাউন্সিলরবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। পরে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শ্রদ্ধা জানান।
এরআগে এক মিনিট নিরবতা পালন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ও ১৫ই আগস্টের সকল শহীদ, জাতীয় চার নেতা মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নগরভবন মসজিদের ইমাম হাফেজ মো. আবুল খায়ের।
রাজশাহী সিটি করপোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, রাসিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমীর আহমেদ।
অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, ৮নং সংরক্ষিত সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, সচিব মোঃ মশিউর রহমান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, তত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী যান্ত্রিক আহমেদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, লজিস্টিক এন্ড প্রকিউরমেন্ট অফিসার শামীম রেজা, রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল হোসেন সহ সকল শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।
রাবি: উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর (অব.) মো. অবায়দুর রহমান প্রামানিক, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে, প্রক্টর প্রফেসর মো. আসাবুল হক, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল প্রাধ্যক্ষ প্রফেসর শর্মিষ্ঠা রায়, হল প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পর ক্রমে প্রাধ্যক্ষ পরিষদ, অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠান সেখানে পুষ্পস্তবক অর্পণ করে।
দিবসটি উপলক্ষে এদিন সন্ধ্যায় বঙ্গমাতা হলে বঙ্গবন্ধু কর্ণার ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ উদ্বোধন ও আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে।
বিএমডিএ: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) আয়োজনে শ্রদ্ধা জানানো হয়। সোমবার সকাল দশটায় রাজশাহী শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এই শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) নির্বাহী পরিচালক আব্দুর রশীদ, অতি: প্রধান প্রকৌশলী ড.মো আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) প্রকৌশলী শরীফুল হক, বিএমডিএ সচিব শরিফ আহম্মেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.টি.এম মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুর রহমান, নির্বাহী প্রকৌশলী সুমন্ত কুমার বসাক, সহকারী প্রকৌশলী সানজিদা খানম মলি, প্রকৌশলী মোঃ নাজমুল হুদা, বিএমডিএ কর্মচারী ইউনিয়ন রাজ-১৫০০ এর সাধারণ সম্পাদক জীবন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইমরুল কায়েস বিএমডিএ কর্মচারী লীগ, রাজ-৩০৪২ সিবিএ সভাপতি মোঃ মেসবাউল হক ও সাধারন সম্পাদক আইয়ুব আলী এবং অর্থ সম্পাদক মামুন হোসেনসহ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপ-ব্যবস্থাপক (কৃষি), মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ সহ সকলে শ্রদ্ধা নিবেদন করেন।
রাজশাহী শিক্ষাবোর্ড: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং ০১(এক) মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এরপর সকাল সাড়ে ৯টায় রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান এর সভাপতিত্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং আগত বিভিন্ন সেবাগ্রহীতাগণ।
পবা উপজেলা: রাজশাহীর পবায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যেছিল বঙ্গমাতা এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসহ এসব কর্মসীচতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন। পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খাঁন, নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ, পবা থানা অফিসার ইনচার্জ ফরিদ হোসেন।
সভায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শামসুন্নাহারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা ও বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজভী আল হাসান মুঞ্জিল।
উপস্থিত ছিলেন বড়গাছী ইউপি শাহাদাৎ হোসাইন সাগর, দামকুড়া ইউপি রফিকুল ইসলাম, হরিয়ান ইউপি মফিদুল ইসলাম বাচ্চু, দর্শনপাড়া ইউপি শাহাদাত হোসেন সাব্বির, শাহমুখদুম থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান, পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো সোহরাব আলী, হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, আনসার ভিডিপি কর্মকর্তা আকরাম উদ্দিন, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের নারী সংগঠনের নেতৃবৃন্দসহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জেলা যুবলীগ: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯২ তম জন্মদিনে রাজশাহী জেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল। লক্ষ্মীপুর দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ্, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, সহ-সভাপতি আলমগীর মোরশেদ রঞ্জু, আব্দুর রউফ, বেলাল হোসেন সরকার, আরিফুল ইসলাম রাজা, মোজাহিদ হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক ওয়াসীম রেজা লিটন, মোবারক হোসেন মিলন, মাসুম আল রশিদ, সামাউন ইসলাম, সেজানুর রহমান, দপ্তর-সম্পাদক মিজানুর রহমান(পল্লব), প্রচার-সম্পাদক ইঞ্জিঃরফিকুরজ্জামান, অর্থ-সম্পাদক হাফিজুর রহমান, শিল্প-ব্যনিজ্য সম্পাদক সেলিম শেখ, শিক্ষা-বিষয়ক রিয়াজ উদ্দিন সহ-সম্পাদক সেলিম জাহাঙ্গির সদস্য ইকবাল হোসেন শফিকুল ইসলাম, মাসুদ রানা পিন্টু, জৌলুস মাহমুদ জেমস, মুক্তার হোসেনসহ প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন রাজশাহী জেলা যুবলীগের ধর্ম-বিষয়ক সম্পদক আব্দুর রব বাবু।
বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা: রোববার বিকালে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার অফিসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বঙ্গমাতা ফজিলাতুন্নেছার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
মহীয়সী এই নারীর জন্মদিনের দোয়া মাহফিল পরিচালনা করেন সুলতানা খাতুন প্রিয়া। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি কিবরিয়া আক্তার বাণু, সাধারণ সম্পাদক মাকসুদা আলম রোজী, যুগ্ম সাধারণ সম্পাদক নাহারুন্নেসা শিমুল। আরও উপস্থিত ছিলেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাফিকা খানম ছবি, রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য হেলেন খান, জাহানারা বেগম, জিন্নাতুন নেসা রেবা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ারা বেগম প্রমুখ।
মান্দা: নওগাঁর মান্দায় আলোচনা সভার মধ্য দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল, সাধারণ সম্পাদক অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান প্রমূখ। শেষে সাতজন প্রশিক্ষিত নারীর মাঝে সেলাই মেশিন ও তিনজন দুস্থ নারীর মাঝে অর্থ বিতরণ করা হয়।
বাগাতিপাড়া: উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে, সভাপতিত্ব করেন ইউ.এন.ও নীলুফা সরকার। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, এসিল্যান্ড নিসাত আনজুম অনন্যা নবাগত এসিল্যান্ড সুরাইয়া মমতাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, উপজেলা প্রসক্লাব’র সেক্রেটারী রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ। পরে,৭ জন দুস্থ মহিলার মাঝে ৭টি সেলাই মেশিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার।
ভোলাহাট: এদিন উপজেলা পরিষদ হল ঘরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন।
বক্তব্য রাখেন, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তি (ওসি) মো. মাহবুবুর রহমান, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইয়াসিন আলী শাহ, আনসার ভিডিপি কর্মকর্তা মোসাঃ কামরুন্নাহার, মাধ্যমিক কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম, পিঅইও মোঃ কাউসার আলম সরকার. বীর মুক্তিযোদ্ধা মোঃ আফসার হোসেন প্রমুখ। এসময় ৫ জন অসহায় নারীর মাঝে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
নিয়ামতপুর: সোমবার জেলা পরিষদ অডিটোরিয়ামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা ফারুক সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সহ-সভাপতি ফরিদ আহমেদ।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিলুফার ইয়াসমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইন চার্জ হুমায়নস কবির, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি, নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাদিকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আসাদুল্লাহসহ আরো অনেকে।
নওগাঁ: বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নওগাঁয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃত্তিতে পুষ্পমাল্য প্রদান, এক মিনিট নিরাবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, যুগ্ম-সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেলসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, সিভিল সার্জন ডা: আবু হেনা মোহাম্মদ রাইহানুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতি, উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ উত্তম কুমার রায়সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
বড়াইগ্রাম: সোমবার বনপাড়া শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা সরকারী কলেজের উদ্যোগে আলোচনা সভায় অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী ও সাবেক যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু। সভায় বক্তারা বাঙালির দীর্ঘ মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনে বঙ্গমাতার ভূমিকা তুলে ধরেন।
গোমস্তাপুর: সোমবার সকালে উপজেলা সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে কুলসুম। বক্তব্য দেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলি সরকার,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাওসার আলী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সুলতানুল ইমাম। আলোচনা শেষে কর্মক্ষম অসহায়, অস্বচ্ছল নয় জন নারীকে সেলাইমেশিনসহ আরোও ৬ জন নারীকে ২ হাজার টাকা করে মোট বার হাজার টাকা বিতরণ করা হয়। অন্যদিকে দিবসটি উপলক্ষ্যে উপজেলা তথ্য আপা কার্যালয়ে দোয়া খায়েরের আয়োজন করা হয়। এছাড়া শিপ্লকলা একাডেমির আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নাচোল: নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিন এর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়রম্যান জান্নাতুন নাইম মুন্নি, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডা কাউন্সিলের সাবেক কমান্ডার মতিউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতো। আলোচনা শেষে সুবিধাবঞ্চিত অসহায় নারীদের মাঝে সেলাইমেশিন ও চেক বিতরণ করা হয়।