শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : পবিত্র আশুরা উপলক্ষে বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বাণীতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, পবিত্র আশুরা মুসলিম উম্মাহর নিকট হৃদয় বিদারক ঐতিহাসিক দিবস। যার ইতিহাস অত্যন্ত করুণ এবং বর্বরতার বিরুদ্ধে ঐক্যের আহবান। হিজরি ৬১ সালের ১০ মহরম মহানবী হযরত মুহম্মদ (স.) এর দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) ও তাঁর পরিবারবর্গসহ অনেক সাহাবী ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শাহাদতবরণ করেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় তাদের এ আত্মত্যাগ মুসলিম উন্মাহর জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত সৃষ্টি করেছে। আমি শোকাবহ আশুরাই কারবালায় সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করছি।