বুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তিন বছরের এক শিশু পানিতে পড়ে মারা গেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার সকালে ব্রাহ্মণগ্রামের পুকুরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটির নাম আব্দুল কাফি। সে ওই গ্রামের বাসিন্দা আবুল কাশেমের ছেলে।
স্থানীয়রা জানায়, শিশু আব্দুল কাফি পরিবারের অগোচরে খেলার ফাঁকে কোন এক সময় বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তার খোঁজ না পেয়ে চারিদিকে খোঁজ নিতে থাকে। পরে শিশু আব্দুল কাফিকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। সেখান থেকে তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। ওইখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলি সরকার বলেন, শিশু কাফির প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের কাছে মৃতদেহ দেওয়া হয়েছে।